টিপ্পনী:

খবর: (খুলনায় পাঁচ মাসে ৩২৫ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছে সিন্ডিকেট)

 

ঠিকাদারের বুদ্ধি বেশি

নেন সিডিউল ভাগিয়ে,

সিন্ডিকেটের কলে ফেলে

কাজ ঠিকই নেন বাগিয়ে।

 

ওদের অনেক শক্তি সাহস

জামার হাত গুটিয়ে,

কাজ দেখিয়ে খাঁটি মানের

মালপানি নেন উঠিয়ে।

 

চামচা-পেলা আছে মেলা

হাসে গো দান বসিয়ে,

দালান দালান বাড়ি তোলে

সরকারি ইট খসিয়ে।

 

-আহাদ আলী মোল্লা