চুয়াডাঙ্গায় ভারী বর্ষণ: বজ্রপাতে বেনাগাড়ির গৃহবধূ আহত

 

স্টাফ রিপোর্টার: চলতি বর্ষা মরসুমে গতকাল চুয়াডাঙ্গায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অবশ্য সারাদেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে গতকাল কক্সবাজারে। সেখানে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির সময় বজ্রপাতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বেনাগাড়ি মাঠপাড়ার শরিফা খাতুন নামের এক গৃহবধূ আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ক’দিন ধরেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল চুয়াডাঙ্গায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বেলা ‌১১টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে আহত হন নাগদাহ ইউনিয়নের বেনাগাড়ি মাঠপাড়ার রবিউল হকের স্ত্রী শরিফা খাতুন (২৫)। তিনি তার ঘরের বরান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসার এক পর্যায়ে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, শরিফা বর্তমানে আশঙ্কামুক্ত।