মাথাভাঙ্গা মনিটর: যুগল চুম্বনের ছবি ফেসবুকে পোস্ট করায় মরক্কোর দু কিশোর-কিশোরীকে গ্রেফতার করলো পুলিশ। গত শুক্রবার আরআইএফ অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট চাকিব আল-খায়ারি সংবাদমাধ্যমকে জানান, যুগল চুম্বনের ছবি পোস্ট করে জনসম্মুখে শ্লীলতা লঙ্ঘনের দায়ে গত বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। স্কুলের পাশে ১৪ ও ১৫ বছর বয়সী কিশোর ও কিশোরীর ওই ছবিটি তুলে দিয়েছিলো তাদের এক বন্ধু। জানা গেছে, স্থানীয় এক পত্রিকা তাদের ওই ছবি ছেপে দেয়। গ্রেফতারের পর তাদের একটি কিশোর সংশোধনালয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য যুগলকে মুক্তি দেওয়ার দাবিতে আন্দোলনও শুরু হয়েছে বলে জানান খায়ারি। এ ঘটনার প্রভাবে আরও অনেক কিশোর-কিশোরী তাদের ফেসবুক পেজে এ ধরনের ছবি পোস্ট দেয়া শুরু করেছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা সংবাদ সংস্থা কিশোর-কিশোরী গ্রেফতারের খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।