জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার পুরাতন পাচলিয়ায় ঢাকা অভিমুখি গরুবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চারটি গরু আহত এবং ১টি গরু মারা গেছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মানিকনগর পাচলিয়ার মৃত মহাম্মদ আলীর ছেলে কৃষক খায়রুল ইসলাম (৩৫), বজুল মোল্লার ছেলে কৃষক লিটন মোল্লা (৩০), মঈনুদ্দিন মণ্ডলের ছেলে কৃষক আক্কাচ আলী (৪৫) মৃত ইলাহি মোল্লার ছেলে কৃষক রহমান মোল্লা (৬০), আজিবার মোল্লার ছেলে কৃষক আরজুল্লাহ (৪০) মকবুল কবিরাজের ছেলে আলীসহ অন্যরা মিলে ১৮টি গরু নিয়ে বিক্রির জন্য ট্রাকযোগে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-০৯৬০) জামজামির পাচলিয়া বাজার আলমডাঙ্গা সড়কের পুরাতন পাচলিয়ার ইসলাম মাস্টারের বাড়ির সামনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে লিটন, আক্কাচ, রহমত আলী ও আজিমুল্লাহর চারটি গরু আহত হয় এবং মৃত মহাম্মদ আলীর ছেলে দিনমজুর খায়রুল ইসলামের একটি গরু মারা যায়।