মেহেরপুর অফিস: মেহেরপুর-মুজিবনগর সড়কে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সামনে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। মারাত্মক আহত মোটরসাইকেল আরোহীকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে।
জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আমানুল হকের ছেলে খাইরুল বাশার (৩৫) মোটরসাইকেল চালিয়ে মুজিবনগর যাচ্ছিলো। তার সাথে ছিলো একই গ্রামের আসকার আলীর ছেলে আলামিন (৩০)। তারা মুজিবনগর উপজেলার দারিয়াপুরস্থ মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছায়। ওই সময় বেপরোয়া গতিতে চলা বিপরীতগামী একটি যাত্রীবাহী নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খাইরুল বাশার ও আরোহী আলামিন মারাত্মক আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মারাত্মক আহত মোটরসাইকেলআরোহী আলামিনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।