বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন গতকাল উপজেলার নাগদহ ইউনিয়নে পথসভা ও গনসংযোগ করেছেন। তিনি গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে নাগদহ ইউনিয়নের খেজুরতলা, ঘোলদাড়ি বাজার, জোড়গাছা, বলিয়ারপুর, পুটিমারী, জেহালাসহ বিভিন্ন ইউনিয়নে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ পদে প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আয়ুব হোসেন, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগের সভাপতি তাফসির আহমেদ লাল, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা মাসুদ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক পিন্টু রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ইকলুচ আহমেদ, নাগদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রহমান, যুবলীগ নেতা সজীব, মুকুট, রনি, কাজী চন্দন, মিলন, সুমন, মিলন, দিগন্ত, মুন্না, সোহাগ, হাসান, সরকার আহমেদ প্রমুখ।
এছাড়াও তিনি তার নিজ এলাকা হারদী ইউনিয়নে গতপরশু দিনভর গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন- আ. সাত্তার সুফি মেম্বার, ছানোয়ার হোসেন মেম্বার, রাজীব, সুমন, রমজান, আব্দুল প্রমুখ। -বিজ্ঞপ্তি।