স্টাফ রিপোর্টার: ইউপি চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদা নির্ধারণ করে তা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে অন্তর্ভুক্তকরণ, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানিভাতা যুগোপযোগীকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফোরাম এ দাবি জানায়। ২৪ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে আগামী ১২ নভেম্বর দেশের ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণ ঢাকায় এসে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেয়া হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু। তিনি বলেন, দেশে ৪ হাজার ৫শ ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রান্তিক মানুষের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে অধিক কার্যকর। কিন্তু সরকারের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ক্ষুণ্ন করে আমলাদের অগ্রাধিকার দেয়া হয়, যা সংবিধানের ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে। তারা সামান্য (মাত্র ১৫০০টাকা) সম্মানিতে কাজ করেন। তাই ফোরাম প্রান্তিক জনপ্রতিনিধিদের কল্যাণে কাজ করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. হাসনাত জামান চৌধুরী জর্জ, অর্থ বিষয়ক সম্পাদক নাজির হোসেন, খুলনা বিভাগীয় সভাপতি শহিদুল ইসলাম পিন্টু প্রমুখ।