আজ ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুত আমদানি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া ও ঝিনাইদহে সাজ সাজ রব

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় বহুল আলোচিত বাগেরহাটের রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার কুষ্টিয়া সফরকালে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানির জন্য ভেড়ামারায় নির্মিত বিদ্যুত উপকেন্দ্রের সাথেই প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিফলক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী ঝিনাইদহের ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধন করবেন। ঝিনাইদহে পৌরসভার উদ্যোগে ৪ রাস্তার মোড়ের বঙ্গবন্ধুর মোরালও উদ্বোধন করবেন বলে জানা গেছে।

ইতোমধ্যেই ভেড়ামারার ৫০০ মেগাওয়াট বিদ্যুত উপকেন্দ্রে ও মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প নামের র‍ামপাল বিদুতকেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভেড়ামার‍ায় বিদ্যুত উপকেন্দ্রের সাথে রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিফলক উদ্বোধনের  বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহ‍াবুব-উল আলম হানিফ জানান, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার। তবে জেলা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভেড়ামারায় ৩৬ মেগাওয়‍াট কম্বাইন্ড সাইকেলের ভারত-বাংলাদেশ বিদ্যুত সঞ্চালন লাইনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফ‍ারেন্সের মাধ্যমে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একই সাথে রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিফলকেরও উদ্বোধন করবেন দু প্রধানমন্ত্রী। পিডিবির (নকশা-৩) পরিচালক চৌধুরী নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সাইফুল হাস‍ান চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেন।‍ তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিলো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েই রামপাল বিদ্যুতকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা। কিন্তু যেহেতু ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রীকে ওই দিন নাও পাওয়া যেতে পারে তাই ভেড়ামারা প্রকল্পের সাথেই ওই বিদ্যুতকেন্দ্রের ফলক উন্মোচন করা হবে।

সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারযোগে আজ শনিবার বেলা পৌনে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুত উপকেন্দ্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল তিনটায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুষ্টিয়া জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। দীর্ঘ এক যুগ পর ভেড়ামারা ও কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার থেকে ভারতের বিদ্যুত বাংলাদেশ আসছে। আপাতত ১৭৫ মেগাওয়াট বিদ্যুত আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুত আমদানি প্রক্রিয়া উদ্বোধন করবেন। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত সাবস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত সাবস্টেশনে ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনসহ জেলার ছয়টি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ও ১৪টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। দুপুর তিনটায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম বলেন, প্রাথমিকভাবে ১৭৫ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুতের দাম পড়বে ইউনিট প্রতি চার টাকার কিছু বেশি। বেসরকারিভাবে যে ২৫০ মেগাওয়াট আসবে তার দাম পড়বে ইউনিট প্রতি ছয় টাকার মতো।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনগণের ভাগ্যের উন্নয়ন পেতে হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ গ্রামের নিজ বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, সিনিয়র সহসভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু।