মাথাভাঙ্গা মনিটর: ভারতের সিকিমে রিখটার স্কেলে ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প হয়েছে। এছাড়া দার্জিলিং ও সিলিগুঁড়িতেও এ প্রচণ্ড কম্পন হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে বারোটার দিকে সিকিমের কেন্দ্রস্থল এ ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পর সিকিমের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মানুষ অফিস-বাড়িঘর ছেড়ে উন্মুক্ত স্থানে নেমে আসে। রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এর আগে ২০১১ সালে ১৮ সেপ্টেম্বর সিকিমে শক্তিশালী ভূমিকম্পে ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলো।