মাথাভাঙ্গা মনিটর: ভারতের আসামে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন শিশু। এছাড়া আরো ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামের উত্তরাঞ্চলের বারপেটার জেলায় হাইওয়েতে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির পুলিশ কর্মকর্তারা বলেন, নিহতরা অধিকাংশই শ্রমিক। একটি ইটভাটায় কাজ করার জন্য তারা দুটি বাসে করে গন্তব্যে যাচ্ছিলো। জানা যায়, প্রথমে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। তারপর পেছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।