স্টাফ রিপোর্টার: একটি হত্যা মামলায় তিন আসামীকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান আজ দুপুরে এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের সত্যানন্দ বাড়ৈ, একই গ্রামের তপন মজুমদার এবং সদর উপজেলার আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান মুকুল। এই তিনজনই পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন- কালশিরা গ্রামের দিলীপ বিশ্বাস। দিলীপকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আরও চারজন। ২০০৩ সালের ৯ নভেম্বর দুপুরে পূর্বশত্রুতার জের ধরে চিতলমারীর রুবাইয়ারকুল গ্রামের ভুপাল ব্রক্ষ্মকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১০ নভেম্বর নিহতের ভাই অভিষেক ব্রক্ষ্ম বাদী হয়ে চিতলমারী থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।