স্টাফ রিপোর্টার: নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত ৪২ হাজার শিক্ষকের মধ্যে নিয়োগ না পাওয়া ২৬
হাজার শিক্ষক নিয়োগে সময় বেধে দিয়েছে বাংলাদেশ প্যানেলভুক্ত শিক্ষক ঐক্যজোট। ৫ অক্টোবরের মধ্যে এ ২৬ হাজার শিক্ষককে নিয়োগ না দিলে ৬ অক্টোবর থেকে শিক্ষকরা আমরণ অনশনে যাবেন বলেন ঘোষণা দিয়েছেন প্যানেলভুক্ত শিক্ষক ঐক্যজোটের মহাসচিব নাজমুল হোসেন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টর্স ইউনিটির ছোট মিলনায়তনে শিক্ষক ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সদ্য জাতীয়করণকৃত প্যানেলভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ না পাওয়া প্যানেল শিক্ষকদের বিষয়টি উল্লেখ না করায় আমরা হতাশ ও চিন্তিত হয়ে পড়ি এবং ঢাকাসহ সারাদেশে বিভিন্ন আন্দোলন কর্মসূচি শুরু করি। পুলিশ আমাদের ওপর নির্মমভাবে লার্ঠিচার্জ, গরম পানি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ অবস্থায় আগামী ৫ অক্টোবরের মধ্যে সরকার আমাদের দাবি না মানলে ৬ অক্টোবর হতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চলবে। ২০১১ সালের ৯ ডিসেম্বর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষার পর গত বছরের ৯ এপ্রিল চূড়ান্তভাবে ৪২ হাজার জনকে উত্তীর্ণ করা হয়।