দামুড়হুদার মুন্সিপুরে ভারত পাচারমুখি ইলিশ মাছ উদ্ধার

 

ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত পাচারমুখি ইলিশ মাছ উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ও বিকেল পাঁচটার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে পৃথক দুটি অভিযান চালান কুতুবপুর মাঠে। বিজিবি সদস্যরা দুটি অভিযানে ভারত পাচারমুখি ২৯ কেজি ইলিশ মাছ উদ্ধার করেন। এ সময় কোনো মাছ পাচারকারীকে আটক করতে পারেননি।