দামুড়হুদার চন্দ্রবাসে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভায় পুলিশ সুপার আ. রহিম শাহ চৌধুরী

দুষ্কৃতীরা কখনো জনগণের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে না

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাস ও ছাতিয়ানতলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনাসহ এলাকায় নীরব চাঁদাবাজি ও বোমাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চন্দ্রবাস সরকারি প্রাইমারি স্কুলপ্রাঙ্গণে দামুড়হুদা মডেল থানার আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীবের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন এএসপি (সার্কেল) নওশের আলী। উপস্থিত ছিলেন- নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মওলা বক্স, হাজি রমজান আলী, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আব্দুল হালিম, সিদ্দিক মেম্বার, আবুল কাশেম মাস্টার, শহিদুল ইসলাম পল্টু, ডিবি এসআই আব্দুল বারেক, এএসআই আশরাফুল ইসলাম, নাটুদাহ পুলিশ ফাড়ির আইসি আজিমুল হাসান, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি রবিউল ইসলাম, টুআইসি মেজবাহ উদ্দিন, হাসানুজ্জামান পিন্টু, শহিদুল মোল্লা, আব্দুস সালামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উম্মুক্ত আলোচনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে এলাকায় নীরব চাঁদাবাজি, বোমাবাজিসহ সম্প্রতি চন্দ্রবাস ভৈরবপাড়ায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনাটি নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ডাকাতদল কখনই জনগণের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে না। একটু সজাগ থাকলেই তারা এলাকায় ঢুকতেই পারবে না। আপনাদের কোনো ভয় নেই। এছাড়াও এলাকায় নীরব চাঁদাবাজিসহ বোমাবাজির ঘটনাও বন্ধ করতে হবে। এজন্য পুলিশকে নির্ভয়ে তথ্য দিয়ে সহায়তা করুন। এলাকায় ডাকাতদলের আনাগোনা দেখা মাত্রই পুলিশকে ফোন দিয়ে জানান। প্রয়োজনে গ্রাম পাহারার ব্যবস্থা করতে হবে। তিনি ডাকাতিসহ স্পর্শকাতর ঘটনাগুলোকে ভুল তথ্য উপস্থাপন না করে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন।