টিপ্পনী

 

খবর: (আলমডাঙ্গার ঘোলদাড়িতে কবর খুঁড়ে কাফন চুরি)

 

সারা জীবন টানাটানি

মরার পরে দাফন,

গোরস্তানে শুয়ে দেখি

টানছে চোরে কাফন।

 

বাঁশ চুরি হয় হাঁস চুরি হয়

কবর থেকে লাশ চুরি হয়

মরেও বুঝি নই নিরাপদ

ভয়েই লাগে কাঁপন।

 

কার কাফনের কী গুণ আছে

কে পর কে বা আপন,

গোরস্তানে শুয়েও ভয়ে

করছি গো দিনযাপন।

 

-আহাদ আলী মোল্লা