স্টাফ রিপোর্টার: ২০১১ সালের আগস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলা আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনা হলো দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দলে মাহমুদউল্লাহর জায়গাও টিকে রয়েছে। এইচএসসি পরীক্ষার কারণে জিম্বাবুয়ে সফরে ছিলেন না এনামুল হক। ডাক পেয়েছেন তিনিও। মিডল অর্ডারে ভরসা রাখা হয়েছে নাঈম ইসলাম ও মার্শাল আইয়ুবের ওপর। গত দুটি টেস্ট সিরিজে দুর্বল পারফরমেন্স করলেও সহঅধিনায়ক হয়ে দলে জায়গা ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেনের অন্তর্ভুক্তিও হয়েছে। তবে প্রাথমিক দলে থাকলেও মাশরাফি বিন মুর্তজা বাদ পড়েছেন। আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নজর কাড়া আরেক পেসার আল-আমিনকেও রাখা হয়েছে।
তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বিসিবি একাদশও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।