টিপ্পনী:

 

খবর: (হাসাদহে ভূমিহীন আমিনুলের বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ)

 

যার জমি আছে সেই কেড়ে নেয়

যার বেশি আছে চায়,

বিপদে পড়লে কেউ কারো নয়

কথা জানি একটাই।

 

গরিবের জমি ধনীরাই কাড়ে

চিরকাল এটা হয়,

যার টাকা আছে নেতা বাবুরাও

তার পাশে পাশে রয়।

 

নিয়মের চালে চলে যায় দিন

বিচার পেলাম কই,

ভিটেমাটি সব কেড়ে নিয়ে ওরা

খাচ্ছে মাগুর কই!

 

 

Ñআহাদ আলী মোল্লা