স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ (২০১২-২০১৩) শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুল মতিন, যুগ্মসম্পাদক মো. রুহুল আমীন, দ্বাদশ প্রাক-নির্বাচনী পরীক্ষার আহ্বায়ক ফারজানা কেতকীসহ কলেজের শিক্ষকবৃন্দ। কলেজের পক্ষ থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলো। এইচএসসি পরীক্ষার ফলাফল কলেজের নোটিশবোর্ডে টানিয়ে দেয়া হয়েছে।
অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস তার বক্তব্যে বলেন, দ্বাদশ নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না এবং অকৃতকার্য হবে তাদেরকে কোনোভাবেই এইচএসসি পরীক্ষার ফরমপূরণ করতে দেয়া হবে না। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. নাজমুল হুসাইন।