স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিজিবি চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। মাগুরার আড়পাড়া ও চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ নতুনবাজার মোড়ে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির এক প্রেসব্রিফিঙে জানা গেছে, গত পরশু মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়ডাঙ্গা-৬ বিজিবি’র সুবেদার শহিদ সরোয়ার্দীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল মাগুড়া আড়পাড়া নামক স্থান থেকে ভারতীয় শাখা ২৮ কার্টুন, শাদা লেস ৪৬ কার্টুন, মাসল গেইনার (বড়) ১৩ কার্টুন, মাসল গেইনার (ছোট) ৯ কার্টুন এবং ৪২ কার্টুন স্টিকার আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ২২ হাজার টাকা।
অপরদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার শহিদ সরোয়ার্দীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজার থেকে একটি পিকাপসহ (ঢাকা মেট্রো ন-১৪৭৬০৩) ৫০৪টি ভারতীয় শাড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৭২ হাজার টাকা।