চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুথি খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর গ্রামে বাড়ির পেছনের বৈদ্যুতিক খুঁটির ছেড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। যুথি জয়ননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই গ্রামের শরীফ উদ্দীনের মেয়ে। দুপুরে যুথি বান্ধবীদের সঙ্গে বাড়ির পেছনে খেলছিল। এসময় সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।