স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া শ্যামলী পরিবহনের নৈশকোচ ডাকাতির কবলে পড়েছে। গতরাত ১২টার দিকে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গতিরোধকের নিকট একদল ডাকত কোচে উঠে ডাকাতি শুরু করে। চালক জানালা দিয়ে লাফ দিয়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছে। আর সুপারভাইজারকে ডাকাতদল মারধর করেছে। হেলপার অবশ্য কৌশলে কোচটি চালিয়ে ঢাকায় পৌঁছায়। ডাকাতদল হানা দিলেও যাত্রী সাধারণের নিকট থেকে ডাকাতি করতে পারেনি। ব্যস্ততম সড়কে গতিরোধকের নিকট থেকে ডাকাতদলের সাথে সুপারভাইজারের ধস্তাধস্তি ও চালকের লাফিয়ে নেমে পড়ার ঘটনার কারণেই ডাকাতদল শেষ পর্যন্ত ডাকাতি না করেই সটকে পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও ডাকাতদলের হানা নিয়ে যাত্রীদেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে।