মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেয়ার প্রতিক্রিয়ায় চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। তবে হরতালে এখনও পর্যন্ত কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নগরীর কোথাও হরতালের সমর্থনে মিছিল করতে পারেনি দলের নেতা-কর্মীরা। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনেও দেখা গেছে নেতাকর্মী শূণ্য। তবে হরতালে নগরীতে যানবাহন চলাচল একেবারেই কম। দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক। বন্দরে পণ্য খালাস হলেও সরবরাহ বন্ধ রয়েছে। বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। নগরীতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। যে কোন নাশকতা এড়াতে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এদিকে রাঙ্গামাটি ও বান্দরবানে হরতালের শুরুততে মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। এরপর কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সংবাদ সম্মেলনে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হরতালের ঘোষণা দেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সংবাদ সম্মেলনে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হরতালের ঘোষণা দেন।