গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কড়াইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ছাত্রছাত্রী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রছাত্রীদের হাসপাতালে নেয়া হলে তারা সুস্থ হয়। তবে এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি টিপু সুলতান জানিয়েছেন, সরকারিভাবে গতকাল বুধবার দুপুরে ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এতে কয়েকজন ছাত্রছাত্রী বমি করে। তাদের দেখাদেখি আরও কয়েকজন বমি করে এবং অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ১৪ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসার কিছুক্ষণ পর অবশ্য তারা সুস্থ হয়েই বাড়ি ফেরে। এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিধান চন্দ্র ঘোষ জানিয়েছেন, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খেলে শিশুরা কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারে। আবার ভরাপেটে খেলেও কারও কারও ঝিমুনি আসতে পারে। এটি স্বাভাবিক একটি ঘটনা। বরং নিয়ম মেনে কৃমিনাশক ট্যাবলেট গ্রহণের পরামর্শ দিলেন এ চিকিৎসক।