স্টাফ রিপোর্টার: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী কনডেম সেলে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন। তাকে স্বাভাবিকই দেখা গেছে বলে জানিয়েছেন কারা কর্মচারীরা। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। কারাসূত্র জানায়, কনডেম সেলে বন্দি সাকা চৌধুরী বুধবার সকাল সাতটায় রুটি ও গুড় দিয়ে নাস্তা করেছেন। কারাগারের নিয়মে সকাল ১১টায় দুপুরের খাবারের মেনুতে ভাত, সবজি ও ডাল। বিকেল চারটায় দেয়া রাতের খাবারে তিনি পেয়েছেন ভাত, মাংস ও ডাল। কারা সূত্র আরো জানায়, সাকা চৌধুরীকে খাবার দেয়ার সময় তাকে বিচলিত দেখা যায়নি। তিনি স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদির মানসিকতার স্বাভাবিক রীতি-প্রকৃতির চেয়ে সাকার চৌধুরীর চলাফেরা ও অঙ্গভঙ্গির কোনো মিল পাওয়া যায়নি। তিনি বিন্দুমাত্র চিন্তিত বা বিচলিত নন। উল্টো তাকে দেখে অনেকটা উৎফুল্লই মনে হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১’র জেলার মুজিবুর রহমান জানান, কয়েদি সালাউদ্দিন কাদের চৌধুরী সুস্থ আছেন। তিনি নিয়মিতভাবে খাবার খাচ্ছেন।