স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি জুতো তৈরির কারখানায় বিষাক্ত কেমিকেলের গন্ধে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টা পর থেকে আশুলিয়ার দুর্গাপুরে লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি. নামক জুতো তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র এবং গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কারখানার ৪র্থ তলা ভবনের ৩য় তলায় জুতো তৈরির সময় হঠাৎ কেমিকেলের গন্ধে এক শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এর পরপরই কারখানার ১ম, ২য় ও ৩য় তলার অন্যান্য শ্রমিকদের একই রকম অবস্থা দেখা দেয়। পরস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।