স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মনিরুল ইসলাম মিনাকে ১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফরপুর-নূরনগরের মধ্যবর্তী স্থানে পালসার মোটরসাইকেল থামিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মনিরুল ইসলাম মিনা (২৫) চুয়াডাঙ্গা গুলশানপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে। জাফরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে ছোটার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে বলে ওই ফেনসিডিল মসজিদপাড়ার রনির। পুলিশ ফেনসিডিল মামলায় রনিকেও আসামি করেছে বলে জানা গেছে। পুলিশ বলেছে তানজির আহমেদ রনির সাথে এই মিনা ডিশক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করে।