মেহেরপুর অফিস: মানবতাবিরোধী অপরাধে আটক বিএনপি নেতা সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির আদেশ হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা যুবলীগ শহরে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে।
জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে মেহেরপুর শহরের ৪ রাস্তার মোড় এলাকায় অবস্থিত জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল বাজার মোড়ে একটি সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুর ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরন, সদর থানা যুবলীগের সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল, বারাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, যুবলীগ নেতা জাফর ইকবাল প্রমুখ। সমাবেশ শেষে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।