স্টাফ রিপোর্টার: বাংলাদেশে শিক্ষাখাতে দুর্নীতি ধারাবাহিকভাবে কমছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এজন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কৃতিত্ব দিয়েছে সংস্থাটি। শিক্ষাখাতে দুর্নীতি নিয়ে পরিচালিত এক জরিপের ফল প্রকাশ করে এ কথা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে গ্লোবাল করাপশন রিপোর্ট: এডুকেশন শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রীর প্রশংসা করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শিক্ষামন্ত্রীর চেষ্টায় দুর্নীতি অনেক কমেছে। এছাড়া বিনামূল্যে বই বিতরণ ও নকল প্রতিরোধ বেশ কার্যকর হয়েছে। নকল করার প্রবণতাও কমেছে। টিআইবি বলছে, দেশের ১২ শতাংশ মানুষের শিক্ষা খাতে ঘুষ দেয়ার অভিজ্ঞতা রয়েছে। অথচ পৃথিবীর অন্যান্য দেশের ১৭ শতাংশ মানুষ শিক্ষাখাতে ঘুষ দেয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সে হিসাবে বাংলাদেশের শিক্ষাখাতে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে কমে আসছে।