আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল মঙ্গলবার বণ্ডবিল গ্রামের যুবতি রিমা অপহরণ মামলার অন্যতম আসামি নওদাপাঁচলিয়া গ্রামের শিলনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার বণ্ডবিল গ্রামের খাইরুল ইসলামের যুবতি মেয়ে ফারজানা আক্তার রিমা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তায় প্রেমিকের হাত ধরে উধাও হয়। তাদের পালিয়ে যেতে সহযোগিতা করার ঘটনায় রিমার পিতা খাইরুল ইসলাম ক্ষিপ্ত হন প্রেমিকের বন্ধু নওদাপাঁচলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শিলনের ওপর। গত ৫ সেপ্টেম্বর তিনি এ ব্যাপারে শিলনসহ ৫/৬ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গতকাল আলমডাঙ্গা থানার পুলিশ এসআই আনিস মামলার আসামি শিলনকে গ্রেফতার করেছে। আগামীকাল বুধবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে।