স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সঠিক হয়নি। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ে আমরা মর্মাহত। এ রায়ে আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কোর্ট মিলনায়তনে এক সংবাদসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা বলেন। উচ্চ আদালত থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী খালাস পাবেন বলে আশা প্রকাশ করছেন বিএনপির এ প্রভাবশালী নেতা।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, বিচার প্রক্রিয়া প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানের হতে হবে। সাকা চৌধুরীর এ রায় আন্তর্জাতিক মানের হয়নি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এটি চূড়ান্ত রায় নয়। আমরা বিশ্বাস করি উচ্চ আদালতে সালিউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ প্রমাণিত হবেন। রায় ঘোষণা করার আগেই রায় প্রকাশ হওয়া একটা নজিরবীহিন ঘটনা বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আর এ ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, আমরা ন্যায় বিচারের পক্ষে সেক্ষেত্রে বিচার কাজ স্বচ্ছ হতে হবে। আন্তার্জাতিক বিধি বিধান মানা হয়নি। সাকা চৌধুরী আমাকে বলেছেন এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।