স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপি গত সোমবার রাতেই হাতে পেয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী এসব কথা জানান। ফারহাত কাদের চৌধুরী সাংবাদিকদের ওই কপি দেখিয়ে বলেন, রায়ের এ কপি বেরিয়েছে আইন মন্ত্রণালয় থেকে। এ কপি কীভাবে ট্রাইব্যুনাল পড়ে। তারা বলেন, ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমরা আপিল করবো। তিনি অভিযোগ করেন, রায়ের ওই কপির বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলেও তা আমলে নেয়া হয়নি।
হুম্মাম কাদের বলেন, গত সোমবার রাতেই কয়েকটি ওয়েবসাইটে রায়ের কপি পেয়েছি। অনেকেই ইমেলে রায় পাঠিয়েছেন। রাত ১০টার দিকে যে রায় পেয়েছি তা হুবহু মিলেছে আজকের রায়ে। ওই রায়ের একটি কপি আমার মা ট্রাইব্যুনালে নিয়ে এসেছিলেন। রায় পড়ার সময় আমরা মিলিয়ে দেখেছি; হুবহু মিলেছে।