জীবননগর ব্যুরো: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন শিল্পে নবীন প্রজন্মকে আগ্রহী ও সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশব্যাপি বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। মাধ্যমিক পর্যায়ের গ গ্রুপের প্রতিযোগিতায় জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বিনতে হাকিম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশসেরা খেতাব অর্জন করেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তার হাতে প্রথম স্থান অর্জনের পুরস্কার তুলে দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার মহাখালীস্থ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলরুমে সুমাইয়ার হাতে এ পুরস্কার তুলে দেন। সুমাইয়া জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে ইসলামী ফাউন্ডেশন জীবননগর উপজেলা সুপারভাইজার হাইস্কুলপাড়ার আব্দুল হাকিম ও গৃহিণী জোসনা খাতুনের একমাত্র সন্তান।