মাথাভাঙ্গা মনিটর: চলতি মরসুমে রাফায়েল নাদালের পারফরমেন্সে মুগ্ধ টেনিসের দু লিজেন্ড আন্দ্রে আগাসি ও পিট স্যাম্প্রাস। তাদের বিশ্বাস- ক্যারিয়ারে ইতি টানার আগে সর্বোচ্চ ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরারকে ঠিকই টপকে যাবেন স্প্যানিশ তারকা। গতকাল মঙ্গলবার এ নিয়ে কিছু জানতে চাওয়া হলো নাদালের কাছে।
ফেদেরারের অর্জনকে টপকাতে না পারলেও হতাশ হবে না জানালেন ১৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক। গর্ব নিয়েই ক্যারিয়ারের পেছনে তাকাবেন বর্তমান দ্বিতীয় ৱ্যাঙ্কিং তারকা। নোভাক জোকোভিচের কাছ থেকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে চীনা ওপেনে নেমেছেন নাদাল। ২০০৪ সালের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সাংবাদিকদের মুখোমুখি হলেন। আগাসি ও স্যাম্প্রাসের প্রশংসাবাণী নিয়ে জানতে চাইলে ২৭ বছর বয়সী তারকা বললেন, সেটা হোক বা না হোক আমি নিশ্চিত যা করেছি তাতে খুশি মন নিয়ে ক্যারিয়ারের ইতি টানব।