আলমডাঙ্গা ব্যুরো: পাওনা টাকা চাইতে গিয়ে রক্তাক্ত জখম হয়েছেন আলমডাঙ্গার ডাউকি গ্রামের মুকুল নামের এক কৃষক। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ডাউকি গ্রামের দুদুর ছেলে মুকুল (২২) টাকা ধার দিয়েছিলো একই গ্রামের মৃত দিদার সর্দ্দারের ছেলে নায়েব আলীকে। গতকাল সন্ধ্যায় মুকুল নায়েব আলীর নিকট পাওনা টাকা চাইতে গেলে নায়েব আলী ও তার ভাই মনি, নায়েব আলীর ছেলে আজম তিনজন মিলে মুকুলকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিবেশীরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে দ্রুত হারদী হাসপাতালে নিয়ে যায়।