টিপ্পনী

খবর: (ভাইয়ের শাবলের আঘাতে ভাই খুন)

 

খুন হয়ে যায় ঘরে বাইরে

আশে পাশে জবাই

ভাইয়ের শাবলে ভাই খুন

আতঙ্ক ফের সবাই।

 

চোর ডাকাতের অত্যাচারে

রাত্রি জেগে কাটাই

ভয়ের জ্বালায় না ঘুমিয়ে

মগজ মাথা টাকায়।

 

পথে গেলে বিপদ ভাবী

বাজার ঘাটে ছিনতাই

জীবন রাখি কেমন করে

আছি ভিষণ চিন্তায়।

 

-আহাদ আলী মোল্লা।