মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। মেহেরপুর-মুজিবনগর সড়কে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে মুজিবনগর থানার ওসিসহ ৫ পুলিশ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার তিনি জামিন লাভ করেন।
জানা গেছে, সর্বশেষ জামায়াত-শিবিরের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে গত ১৯ সেপ্টম্বর সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কে মুজিবনগর উপজেলার গৌরিনগর খালপাড় এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এতে মুজিবনগর থানার ওসি রবিউল হোসেনসহ মোট ৫ পুলিশ রক্তাক্ত জখম ও ৮ জামায়াত-শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। মারা যায় জামায়াতকর্মী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন। ঘটনায় পরের দিন এসআই মুধু সুধন বাদী হয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে ২ নং আসামি করে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো প্রায় ২-৩শ’ জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা দায়ের করেন।