গাংনী প্রতিনিধিঃ সেবা নিন সুস্থ থাকুন এ স্লোগানে স্বাস্থ্য সেবায় সারাদেশে পরিচিতি ‘সবুজ ছাতা’ স্বাস্থ্যসেবা এবার মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে। বামন্দী পল্লী উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। সংস্থার কার্যালয়ে সকাল ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন সবুজ ছাতা গাংনী উপজেলা প্রোগ্রামার আরিফুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর হাসানুজ্জামান রুবেল, সমাজসেবক আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম ও বামন্দী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ। পরে শিক্ষক আতাহার আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আমজাদ হোসেন।