আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার দু আসামিকে গ্রেফতার করেছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বাবুপাড়ার আজিজুলের বাড়িতে গত ১৫ সেপ্টেম্বর দিনদুপুরে চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আজিজুল আলমডাঙ্গা থানায় কয়েকজনকে আসামি করে চুরি মামলা করেন। ইতোমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছে। গতকাল থানার এসআই পিয়ার মোহাম্মদ ভোররাতে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়ার মৃত তোফাজ্জেল হোনের আমজেদ (৩২) ও একই গ্রামের মৃত আবু শামার ছেলে শরিফুলকে (২৮) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজনকেই গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।