স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রকেট মেলে উঠে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইলফোন হারিয়েছে চুয়াডাঙ্গা ইসলামপাড়া শ্মশানমোড়ের জামাই রফিক। তিনি গতপরশু সন্ধ্যার পর ভেড়ামারা থেকে রকেট মেলে ওঠেন। রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনে তাকে নামিয়ে দেয়া হয়। পরে নেয়া হয় হাসপাতালে।
রফিক কুষ্টিয়া দৌলতপুরের মোতাহরপুরের এনামুল হকের ছেলে। তার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা ইসলামপাড়া শ্মশানব্রিজপাড়ায়। পরশু তিনি রকেট মেলে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। জ্ঞান হারান। তাকে স্টেশনে নামিয়ে দেয়া হয়। এক রিকশাচালক তাকে রিকশায় তুলে প্রথমে ইসলামপাড়ায় নেয়। পরে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। রফিক বলেছে, তার নিকট ছিলো নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইলফোন। অজ্ঞানপার্টির সদস্যরা একটি পান খাওয়ানোর পর অজ্ঞান করে নগদ সাত হাজার টাকা ও মোবাইলফোন হাতিয়ে নিয়ে সটকে পড়েছে।
অজ্ঞানপার্টি ছাড়া ঘটনার আড়ালে অন্য কিছু আছে কি-না তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।