মেহেরপুর মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত : মাদকব্যবসায়ীর কারাদণ্ড

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের মাদকব্যবসায়ী আব্দুর রহমানকে গাঁজা রাখার অপরাধে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলম এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের সহায়তায় দুপুর দু টার দিকে রতনপুর ঘাট এলাকা থেকে আব্দুর রহমানকে দু’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। মাদকদ্রব্য আইনে তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয় বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রাজিবুল আলম। আব্দুর রহমানকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।