মুজিবনগর সরকারি কলেজে দুর্বৃত্তদের হানা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে হানা দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাত একটার দিকে নৈশপ্রহরী ইস্রাফিল হোসেন ও সুইপার নারু দাসকে বেঁধে রেখে কলেজগেট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। নৈশপ্রহরী ইস্রাফিল হোসেন জানিয়েছেন, লাইব্রেরী, শিক্ষককক্ষ ও অফিসকক্ষের ৩০টি আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে। তবে কোনো মালামাল কিংবা কাগজপত্র খোয়া গেছে কি-না তা নিশ্চিত করতে পারেননি ওই নৈশপ্রহরী। এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক মাহামুদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার  কলেজ পরিদর্শন করেন।