মহেশপুর প্রতিনিধি: গত রোববার সকালে মহেশপুর থানা পুলিশ ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি জামায়াত নেতা মহি উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কচুয়ারপোতা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মহি উদ্দিনকে সামন্তা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মূর্তি ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।