মাথাভাঙ্গা অনলাইন : ভারতে পাচারকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে সোমবার ভোররাতে ৭৫০ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ উল হক জানান, চোরাকারবারীরা গাতিপাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছের চালান ভারতে পাচার করছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি ইলিশ মাছ আটক করতে সক্ষম হয়।
এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। আটক ইলিশ মাছগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে। পরে সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।