স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পৌরসভা বাজার থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি কৃষকলীগ নেতা মোহাম্মদ আলীকে
(৩৫) আটক করেছে পোর্ট থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে বেনাপোল বাজার থেকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী শার্শা থানা কৃষকলীগের সদস্য এবং বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শফি মড়লের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়উম হোসেন জানান, আটকের পর মোহাম্মদ আলীর শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি পুলিশ পেটানো, চাঁদাবাজি, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার আসামি। ওসি জানান, বেনাপোল পোর্ট থানায় তাকে রাখা নিরাপদ নয়। এ কারণে তাকে যশোর কারাগারে পাঠানো হয়েছে।