বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৩৬

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ গাড়ি বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। নগরীর শিয়া মুসলিম অধ্যূষিত একটি মার্কেট ও গাড়ি পার্কিঙের জায়গা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পুলিশ জানায়, এ হামলার মাধ্যমে দেশটিতে ২০০৭ ও ২০০৮ সালের ভয়াবহতা ফিরে এসেছে। গত রোববার হামলায় দেশটিতে ১২ জনের অধিক মানুষ নিহত হন।