বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নারীদের নিয়ে উষ্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নারীর অগ্রযাত্রা সময়ের দাবি, এটাই হবে উন্নয়নের চাবি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট প্রেসক্লাব সামনে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মহিলা ও শিশুসহ নারীবাদি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে একই ভেন্যুতে “শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।