মাথাভাঙ্গা অনলাইন : রাজধানীর কলাবাগান ও পল্টন থেকে বিপুল সংখ্যক ল্যাপটপ ও মোবাইলসহ ছিনতাইকারী চক্রের তিনজনকে আটক করেছে র্্যাব।
র্যা ব-২ এর এডিশনাল এসপি রায়হান উদ্দিন খান সোমবার বেলা তিনটার দিকে বলেন, “তাদের কাছ থেকে ৩৭টি ল্যাপটপ, ১১৫টি মোবাইল, একটি আইপ্যাড, একটি মোটরসাইকেল, তিনটি ক্যামেরা, তিনটি পাসপোর্ট, ৫৭ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এ চক্রটি ছিনতাই করে আসছে। তাদের অন্য সঙ্গীদেরও আটকের চেষ্টা চলছে।