টিপ্পনী:

খবর: (ডিঙ্গেদহে মিষ্টি ফুডে ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা)

 
মিষ্টি ফুডের মিষ্টি খেয়ে
করে পেটে বিষ,
মাজা ধরে উঠি বসি
কখন যে হয় ইস!

পেটের ভেতর মোচড় মারে
দাঁড়াই আবার শুই,
মিষ্টি ফুডে ঘোরে ফেরে
মশা মাছি উই।

পেটের পীড়ায় মরে গেলাম
হাতছানি দেয় রোগ,
কেউ খেয়ো না মিষ্টি ফুডের
পান্তুয়া রাজভোগ।

-আহাদ আলী মোল্লা