কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা কর্তৃক পৌর এলাকার দুটি বাজারে প্রতি শনিবার সকল প্রকার মাংস বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কালীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, গতকাল সোমাবার সকালে কালীগঞ্জ পৌর মেয়র, বাজার ব্যবসায়ী সমিতি, প্রশাসনের একক সিদ্ধান্তে ও স্থানীয় সরকার বিভাগ মন্ত্রনালয়ের ক নং সূত্রের ¯স্মারকে লাইভবার্ড মার্কেট প্রতি শনিবার বন্ধ ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে জনস্বার্থ বিবেচনা করে শহরের পুরাতন বাজার, নতুন বাজার, মধূগঞ্জ বাজারসহ আশপাশ এলাকায় গরু, খাসি, মুরগি, মোষসহ সকল প্রকার পশুপাখি জবাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী নেতা সদরউদ্দীন, ওয়ার্ড কাউন্সিলরসহ মাংসব্যবসায়ীবৃন্দ।