মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলের তালিকায় শীর্ষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বিশ্বের জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোলডটকম’র গবেষণার ভিত্তিতে এসি মিলানকে টপকে এক নম্বর দলের মর্যাদা পেল চারবারের চ্যাম্পিয়নরা। ইউরোপের সেরা ক্লাবদের নিয়ে ইউরোপীয় কাপের পরিবর্তে ১৯৯২ সাল থেকে ‘ইউরোপীয় চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ’ নতুন নামে যাত্রা শুরু করে। গোলডটকম’র গবেষণা হয়েছে ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে।
ফিবোনাচ্চি গণিত সূত্রানুযায়ী এ তালিকাটি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের প্রতি আসরে গ্রুপ পর্বে জায়গা পাওয়ার ভিত্তিতে এক পয়েন্ট, শেষ ষোলোর দলগুলোকে দুই পয়েন্ট, কোয়ার্টার ফাইনালিস্টদের তিন পয়েন্ট, সেমিফাইনালের দলগুলো পাঁচ পয়েন্ট, রানার্সআপের আট পয়েন্ট ও চ্যাম্পিয়ন দলের জন্য অর্জন ১৩ পয়েন্ট। এ পয়েন্টের ভিত্তিতে গত ২১ বছরে প্রত্যেক দলের বার্ষিক রেকর্ড অনুযায়ী তালিকা করা হয়েছে।